শুক্রবার ঃঃ ১৮.০৮.২০১৭।
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হতে শুরু করায় আগামী চার-পাঁচ দিনের মধ্যে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে তবে দক্ষিণ-মধ্যাঞ্চলের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। সেই সাথে ঢাকায় বন্যা হবার যে আশংকা ছিল তা কমে গেছে। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন। এ সময় নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, উত্তরাঞ্চলের পানি কমতে শুরু করেছিল তা অব্যাহত। দক্ষিণ মধ্যাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে তবে বন্যা পরিস্থিতি অবস্থার মত নেই।