চারদিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।

সোমবার ঃঃ ১০.০৪.২০১৭
ভারতে চার দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল ৫টা ১৫ মিনিটে তাকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি একটি ফ্লাইট নয়াদিল্লি থেকে যাত্রা করে। ভারতীয় বিমান বাহিনীর পালাম স্টেশন থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রাকালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভারতের ভারী শিল্প ও গণপরিবহন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এ সময় উপস্থিত ছিলেন। চার দিনের এই সফরে ভারতের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ২২টি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীকে দেওয়া হয় সর্বোচ্চ সম্মান ও সম্মাননা। চুক্তি-সমঝোতা অনুযায়ী, লাইন অব ক্রেডিটে (এলওসি) বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার সহায়তা দেবে ভারত। একইসঙ্গে সামরিক খাতে সহায়তায় দেবে আরও ৫০ মিলিয়ন ডলার। প্রধানমন্ত্রীর এই সফর ছিলো বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মাইলফলক, এমনটাই বলছেন সংশ্লিষ্ট সকলে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …