শনিবার ঃ- ০৭.০১.২০১৭
সদর উপজেলার চামাগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাজ্জাক স্মৃতি টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় ২৮ রানে জয়লাভ করেছে লাহারপুর ডাইনামিক। আজ তারা টসে হেরে ব্যাট করতে নেমে ১১ ওভারে ১৪৫ রান করে। ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ক্লাব সেভেন স্টার গ্রুপ ১০ ওভার ৪বলে হারিয়ে সংগ্রহ করে ১১৭ রান। ম্যান অবদ্যা ম্যাচ হয় জনি।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …