মঙ্গলবার:: ২০.১২.২০১৬বাংলাদেশ পানি আইন ২০১৩’র আওতায় প্রণীত খসড়া বাংলাদেশ পানি বিধিমালা ২০১৬ অবহিত করার লক্ষ্যে জেলা পর্যায়ের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক পরিকল্পনা এসএম ফিরোজ আলম, পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, ফরপোর প্রকল্প পরিচালক প্রকৌশলী রেজাউল করিমসহ অন্যান্যরা। পানির অপচয় রোধ, ভূমি ব্যবহারের সাথে পানির সমন্বয়, সুষম বণ্টন, খাল বিল নদী-নালা প্রভৃতির পানি ব্যবহার ইত্যাদি বিষয় কর্মশালায় উঠে আসে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …