
চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় তায়াল্লুক হোসেন মিলন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে। একই মামলায় রবিউল ইসলাম বাচ্চু নামে অপর এক ব্যাক্তিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ রবিউল ইসলাম আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মিলন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার জালীবাগান গ্রামের আনছার আলীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১ নভেম্বর নাচোলের ধানসুড়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে মিলন আটক হয়। এ ঘটনায় ওইদিন নাচোল থানায় মামলা করেন নাচোল থানার উপ-পরিদর্শক গৌতম কুমার মালী। মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ২০১৫ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।