চাঁপাইনবাবঞ্জে ডেঙ্গুর হানা শিশুসহ হাসপাতালে ৮

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগী বাড়ছে। আজ নতুন করে ৪ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে গত গতকাল দেড় বছরের এক শিশুসহ ৬জনকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ২জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ভর্তি রয়েছেন ৮জন। এই তথ্য নিশ্চিত করে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন- ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ঢাকা থেকে এসেছে। তিনি জানান, গত জানুয়ারি মাস থেকে আরো এ পর্যন্ত ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছে। তিনি আরো জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১০টি বেড খোলা হয়েছে এবং রোগী বাড়লে বেডও বাড়ানো হবে। ডেঙ্গু প্রতিরোধে যথাযথ প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ গতকাল জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। তাই মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। গত মঙ্গলবার থেকে জেলা তথ্য অফিস মাইকিং করছে। এছাড়া পৌরসভার পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে। সিভিল সার্জন আরো বলেনÑ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ড্রেনগুলো পরিষ্কার করা, বাড়ির ছাদে টবে পানি যেন না জমে সে বিষয়গুলো মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা, শিশুসহ যে কারো শরীরে জ¦র হলে সঙ্গে সঙ্গে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করাতে হবে। পরীক্ষা ফি মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ডেঙ্গুর জীবাণু ধরা পড়লে হাসপাতালে চিকিৎসা নিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top