সোমবার:: ১২.১২.২০১৬
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতার খেলায় জয় পেয়েছে রানীহাটি স্পোটিং ক্লাব। আজ তারা ২-১ গোলে আলীনগর জনকল্যাণ ক্লাবকে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে নাজমুল ও নয়ন এবং বিজীত দলের পক্ষে হাসেন ১টি গোল করে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে সাতরং খেলাঘর ও পাইওনিয়র ক্রিকেট দল।