বুধবার::০৭.১২.২০১৬
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতার খেলায় জয় পেয়েছে মান্না স্মৃতি সংঘ। আজ তারা ২-০ গোলে আবাহনি ক্রিড়াচক্রকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ছোট সনি ও রাহাত ১টি করে গোল করে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে নামোশংকরবাটী উত্তরণ ক্রীড়াচক্র ও যুব শান্তি সংঘ।