বুধবার ঃঃ ১২.০৭.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ঈদগাহ মাঠে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ইমাম, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণকে নিয়ে ৯ বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান এবং সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে ৯বর্ডার গার্ড ব্যাটালিয়ন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম আবুল এহসান, পিএসসি। সভায় মাদকদ্রব্য ও অস্ত্র-গোলাবারুদ পাচার রোধ, গরু চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা অনুপ্রবেশ এবং অন্যান্য আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করেন বিজিবি অধিনায়ক। বিশেষ করে অধিনায়ক অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্ব স্তরের লোকজনকে তথ্য প্রদানের ও সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসার জন্য আহ্বান করেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …