মঙ্গলবার ঃঃ ৩০.০৫.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ সরকারি গনগ্রস্থাগারে বছর জুড়ে বিভিন্ন দিবসে অনুষ্ঠিত সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, বইপড়াসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। আজ গনগ্রস্থাগারে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম। সরকারি গনগ্রস্থাগারের লাইবেরিয়ান মাসুদ রানার সভাপতিত্বে, অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোজাম্মেল হক। পরে অতিথিরা শোক দিবস, বিজয় দিবস, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,বঙ্গবন্ধুর জন্মদিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস,বাংলা নববর্ষ,নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৭৩ জনের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন।