মঙ্গলবার :: ০৩.০৪.২০১৮
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর অধ্যক্ষ দাউদ হোসেন। গতকাল কলেজ বরাবর শিক্ষা মন্ত্রনালয় থেকে ই-মেইলে পাঠানো পরিপত্রে এ আদেশ পান তিনি। এরপর বিকেল ৪ টায় সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। আজ বিকেলে প্রফেসর দাউদ হোসেন রেডিও মহানন্দার প্রতিনিধি কপোত নবীকে জানান, চাঁপাইনবাবগঞ্জ এর সকল মানুষের সহযোগীতায় কলেজের উন্নয়নে কাজ করে যাব। তিনি আরো বলেন, কলেজে সুপেয় পানির ব্যবস্থা, মসজিদের উন্নয়ন, কলেজে আধুনিক মানের ক্যান্টিন চালু, কলেজের ফুলের বাগানসহ আমগাছ পরিচর্যা, কলেজে পাঠদান ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাবেন। দাউদ হোসেন আরো বলেন, এ কলেজের প্রতি আমার আতœার সম্পর্ক। নিজ পরিবারের মত আমি সরকারি কলেজ কে মনে করি। কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকল শিক্ষার্থীর সহযোগীতায় যতদিন থাকব আধুনিক ও উন্নত শিক্ষার প্রসারে কাজ করব।
প্রফেসর মোহা. দাউদ হোসেন চাঁপাইনবাবগঞ্জ এর গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন। অত্যান্ত সৎ ও মেধাবী ছোট বেলা থেকেই পড়ালেখায় খুব আগ্রহী ছিলেন। দাউদ হোসেন ১৯৭৫ সালে মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগে উর্ত্তীন্ন হন। এরপর ১৯৭৭ সালে রাজশাহী কলেজ থেকে ২য় বিভাগে এইচএসসি পাস করেন। ১৯৮১ সালে রাজশাহী বিশ্ব বিদ্যালয় থেকে উচ্চতর ২য় শ্রেণিতে ৫ম স্থান লাভ করেন। ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি শেষ করেন ১ম স্থান অথিকার করে। সর্বশেষ ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানের উপর এমফিল ডিগ্রি লাভ করেন। পারিবারিক জীবনে এক পুত্র সন্তান ইব্রাহিম সিলার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম বর্ষে অধ্যায়নরত রয়েছেন। দাউদ হোসেনের সহধর্মীনি মোসা. খালেদা নার্গিস শিরিন একজন গৃহিনি। পরে সরকারি কলেজের অফিস সহকারীদের পক্ষ থেকে নব যোগদানকৃত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্র বিজ্ঞানের অফিস সহকারী মো. সেলিমসহ অন্যরা। শেষে গৌড় বাংলার পক্ষ থেকে ডি এম কপোত নবী প্রফেসরকে শুভেচ্ছা জানান।