চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে বন্ধ থাকা ট্রেন চালুর দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে চলাচল করা, বন্ধ থাকা ট্রেনগুলো আবারও চালু করা, ঢালার চর ট্রেনের গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ পযর্ন্ত বর্ধিত করার দাবিতে স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চল রাজশাহীর জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারের কাছে স্মারকলিপি দেন। এই সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা প্রফেসর সুলতানা রাজিয়া, শফিকুল আলম ভোতা, সাইদুর রহমান, নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা, সদস্য সচিব মুনিরুজ্জামান মুনির, হেলালুল আলমসহ অন্যরা। নাগরিক কমিটির নেতৃবৃন্দ “ঢালার চর” ট্রেনটি রাজশাহীতে ১১.১০ মিনিটে এসে রাজশাহীতে অপেক্ষা করে, এবং রাজশাহী থেকে পুনরায় ট্রেনটি ১৬.৩০ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটি রাজশাহীতে অবস্থান না করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাতায়াত করলে, চাঁপাইনবাবগঞ্জ বাসী উপকৃত হতো বলে জিএমের কাছে দাবি জানান। তাছাড়াও আন্তনগর ট্রেন (বনলতা এক্সপ্রেস) চাঁপাইনবাবগঞ্জ এর জন্য বরাদ্ধকৃত আসন অত্যন্ত অপ্রতুল উল্লেখ করে তা বৃদ্ধির দাবিও তুলে ধরেন। নাগরিক কমিটির দাবির প্রেক্ষিতে জিএম অসীম কুমার তালুকদার বলেন, আপনাদের দাবিগুলো যৌক্তিক, এগুলো আমরা পর্যায়ক্রমে পূরনের চেষ্টা করব। ঢালার চর ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জে পাঠানোর বিষয়টিও গুরুত্বসহকারে দেখব বলেও নাগরিক কমিটির নেতৃবৃন্দকে আশ্বাস দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top