চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাড়ে তিন কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন। 

শনিবার ঃঃ ১৫.০৭.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ডে ৩ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে ৬টি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সদর আসনের সাংসদ আবদুল ওদুদ আজ সকালে হুজরাপুর ও দ্বারিয়াপুরে পৃথক অনুষ্ঠানে উন্নয়ন কাজগুলি উদ্বোধন করেন। দেশী ও বিদেশী অর্থ সাহায্যপূষ্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৃতিয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের দ্বিতীয় ফেইজের প্রথম প্যাকেজের কাজগুলি বাস্তবায়ন করছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পৌর মেয়র সাইদুর রহমান, প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান এবং মোসলেমা বেগম, নির্বাহী প্রৌকশলী সাদিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমানসহ সংশ্লিস্টরা ও এলাকাবাসী।
চাঁপাইনবাবগঞ্জে নৌকা ডুবিতে মৃত দুই ভাইয়ের পরিবারকে প্রশাসনের সহায়তা।
মহানন্দা নদীতে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় মৃত দু’ভাইয়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রশাসন। গত শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মহানন্দা নদীর আনসারের ঘাট এলাকায় এ নৌকাডুবি ঘটে। এতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের পার ধূমিহায়াতপুর গ্রামের বাবলু আলীর ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র আল আমিন ও তার আপন চাচাতো ভাই আনারুল ইসলামের ছেলে দশম শ্রেণির ছাত্র ওয়াহেদুল ইসলাম ডুবে মারা যায়। এঘটনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় মৃতদের বাড়ি গিয়ে দু’পরিবারকে সান্তনা জানান ও ১০ হাজার টাকা করে চেক প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুর রহমান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ অনান্যরা তাঁর সাথে ছিলেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …