রবিবার::০৫.০২.২০১৭
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প-৩’র আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষক দ্বিতীয় মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ এবং বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, সচিব মামুন অর রশিদ, প্রকল্প সমন্বয়ক মোক্তার আলী খানসহ পৌর কাউন্সিলর, টিএলসিসি সদস্য, সূধীজন।