চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রকৌশলী আকতারুজ্জামান আর নেই

শুক্রবার :: ২০.০৪.২০১৮

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আকতারুজ্জামান পিয়ারু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম জানান, গতকাল দুপুরে নিজ দপ্তরে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে ছুটি নিয়ে বাসায় ফিরে যান। ওই দিন রাত সাড়ে ৯টায় বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলামসহ পৌর পরিষদ ও পৌরসভার কর্মকর্তা-চারীরা গভীর শোক প্রকাশ করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আজ বাদ জুমা রেহাইচর ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে তাঁকে রেহাইচর গোরস্থানে দাফন করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …