শুক্রবার ঃঃ ২৪.০২.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় সাবেক উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব রহুল আমিন এবং সাবেক চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি পদে আলহাজ্ব জহুরুল ইসলাম ও আলহাজ্ব আফসার আলী, যুগ্ম সম্পাদক পদে আলহাজ্ব আব্দুল হান্নান হানু, কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ আলহাজ্ব কামরুল আরেফিন বুলু পুনরায় নির্বাচিত হয়েছেন এবং কার্যকরী পরিষদের সদস্য পদে ১০ জন ও প্রাতিষ্ঠানিক সদস্য পদে ১ জন নির্বাচিত হয়েছেন। আগামী ৩ মার্চ এই নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত থাকলেও প্রতিটি পদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় গঠনতন্ত্রের ২০ নং ধারা বলে সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল ওদুদ। আগামী ৩ মার্চ সকালে বিশেষ সাধারণ সভা ও সাধারণ সভার অনুষ্ঠিত হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়।