চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী।
লিগ্যাল এইড বিষয়ে নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন- চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক।
এছাড়াও বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজমুল আজম ও সাধারণ সম্পাদক একরামুল হক পিন্টুসহ অন্যরা।
সভায় লিগ্যাল এইড বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণ ও লিগ্যাল এইডের কার্যক্রম আরো বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top