রবিবার :: ১৮.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস সহায়ক লুৎফর রহমান রাজিবের স্মরণ সভা ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ দুপুরে পৌর এলাকার বিদিরপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, জেলা শিশু একামেডির শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাভেদ ইকবাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজমল হোসেন, জেলা মৎস্য দপ্তরের প্রধান অফিস সহকারি মোজাম্মেল হক, বিদিরপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মশিউর রহমান, মৃত জেলা ক্রীড়া অফিস সহায়ক লুৎফর রহমান রাজিবের ছেলে, জেলা ক্রীড়া অফিসের সহকারি জহরুল ইসলাম জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষকগণ। স্মরণ সভায় প্রয়াত লুৎফর রহমান রাজিবের চাকুরী ও পারিবারিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম। দোয়া মাহফিলে হাফিজিয়া মাদ্রাসার শতাধিক ছোট ছোট হাফেজরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, লুৎফর রহমান রাজিব গত ১৭ ফেব্রুয়ারি হƒদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।