চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হক।

মঙ্গলবার ঃঃ ১১.০৭.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হক। আজ বিশ^ জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখ্য যোগ্য অবদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিততদের ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্মেলন কক্ষে বিশ^ জনসংখ্যা দিবস উদযাপন সভা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে শুরু হয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ কাজি শামিম হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন। সেখানে জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসাবে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেন জেলা প্রশাসক শাহমুদুল হাসান। তাদের মধ্যে জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে অধ্যাপক তোজাম্মেল হক , শ্রেষ্ঠ উপজেলা ভাইশ চেয়ারম্যান সায়েমা খাতুন, শিবগঞ্জ, পরিবার কল্যান সহকারী মোসাঃ আরফাতুন নেসা ভোলাহাট, পরিবার কল্যাণ পরিদর্শিকা সুফিয়া খাতুন, শাহাবাজপুর শিবগঞ্জ , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝিলিম, ২টি বেসরকারী সংস্থা সূর্যের হাসি ক্লিনিক ও তিলোত্তমা চাঁপাইনবাবগঞ্জ এছাড়াও উপজেলা পর্যায়ে সুন্দরপুর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মোসা আয়েদা খাতুন, ঝিলিম ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা তানজিলা খাতুন, ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল ইসলাম এবং একই ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত হয়েছে। উল্লেখ্য যে, প্রতি বছর বিশ^ জনসংখ্যা দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ ঘোষণা করে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়ে থাকে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …