চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে মহিলা বিশ্রামাগার ও ফিডিং রুম চালু।

বুধবার ঃঃ ৩১.০৫.২০১৭
নারী বিচারপ্রার্থীদের সুবিধার্থে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালত ভবনে বিশ্রামাগার ও ফিডিং রুম চালু করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদীব আলীর ঐকান্তিক প্রচেষ্টায় এই ব্যবস্থা গ্রহণ করা হয় বলে আদালত সুত্রে জানা গেছে। উল্লেখ্য, ২০১৭ সালের ২ মার্চ চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। ভবনে বিভিন্ন দপ্তরের জন্য নির্ধারিত রুম বা স্থান থাকলেও বিচারপ্রার্থী নারীদের জন্য নির্ধারিত কোন রুম বা স্থান ছিল না। এসব সমস্যার কথা বিবেচনা করে বিশেষ এই উদ্যোগ গ্রহণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচ তলায় পূর্ব দিকের ১০১ নম্বর রুমে এই বিশ্রমাগার ও ফিডিংয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এই রুমের পার্শ্বে নারীদের জন্য ওজুখানা ও ৪টি টয়লেট এবং ওয়াসরুমেরও ব্যবস্থা রয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …