চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ২

চাঁপাইনবাবগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি আমনুরা শিশাতলার ওয়ারেশ মিস্ত্রির ছেলে ওসমান (৩০)। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের পাওয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়ের চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের পাওয়েল এলাকায় দুটি মোটরসাইকেলের মখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হয়। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওসমানের মৃত্যু হয়। অপর দিকে অজ্ঞাত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top