চাঁপাইনবাবগঞ্জে ৯ মাসে ৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২ আহত ৯৭ জন

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। রবিবার সকালে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন সেনাবাহিনীর উদাহরণ দিয়ে বলেন-সুশৃঙ্খল বাহিনী হওয়ায় সেনাবাহিনীর গাড়ি চালকদের দ্বারা সড়ক দুর্ঘটনা ঘটেনা। কারণ তারা আইনকানুন মেনে গাড়ি চালান। বিদেশেও নিয়মের বাইরে গিয়ে কেউ গাড়ি চালাতে পারেনা। অথচ আমাদের দেশে আইন না মানার একটা প্রবনতা লক্ষ্য করা যায়। কিন্তু আইনের ব্যত্যয় ঘটানো যাবে না। সবাইকে সড়ক আইন মেনে গাড়ি চালাতে হবে। সড়ক আইনের শতভাগ বাস্তবায়নের জন্য পুলিশ সুপারকে অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বলেন-অটো রিকশা মহাসড়কে চলতে দেয়া যাবে না। হেলাপার দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে হবে, শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। মোটর শ্রমিকদের প্রশিক্ষণ দিতে হবে, সর্বপরি আমাদের অভ্যাসের পরিবর্তন আনতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন-অধিক আত্ম বিশ্বাসের কারণে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে। তিনি জানান গত মাসে ট্রাফিক আইনে ৭৬০ টি মামলা হয়েছে। তিনি বলেন-ড্রাইভিং লাইসেন্স স্মার্ট হয়েছে কিন্তু ড্রাইভার যদি স্মার্ট না হয় যদি আইন না মানে তাহলে স্মার্ট বাংলাদেশ কিভাবে হবে?
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, নিরাপদ সড়ক চাই চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি সফিকুল আলম ভোতা এবং সূচনা বক্তব্য দেন বিআরটিএ’র সহকারী পরিচালক মো. শাহ জামান হক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি অ্যাডভোকেট আবদুস সামাদ বকুল, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী।
সূচনা বক্তব্যে বিআরটিএ’র সহকারী পরিচালক মো. শাহ জামান হক জানান, চলতি বছরের জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর মাস পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭২টি সড়ক দুর্ঘটনায় ৬২ জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ি গ্রামের আব্দুল মতিনের পরিবার ৫ লাখ টাকার অনুদানের চেক পেয়েছে। বক্তারা আইন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান।

Scroll to Top