চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার রোগীর ফ্রি বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্প।

সোমবার ঃঃ ০৮.০৫.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা গ্রুপ’ নামে একটি সংগঠনের আয়োজনে গতকাল দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে। ‘মানবসেবা আমাদের লক্ষ্য’-ব্রত নিয়ে ঝিলিম আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পটির উদ্যোগ গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমএ ও জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানি। ক্যাম্পটিতে প্রধান সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন জেলা বিএমএ সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন। চিকিৎসা প্রদান করেন ডা.গোলাম রাব্বানী, ডা.আবুল কাসেম, ডা. নাহিদ ইসলাম মুন, ডা. নাদিম সরকার, ডা.আহসান হাবিব, ডা. সিদ্দিকুর রহমান, ডা. জাহাঙ্গীর কবির, ডা. তহরুল ইসলাম, ডা. আমিনুল ইসলাম, ডা. ইসমাইল হোসেন, ডা. মোশফিকা কাউসারি লিসা, ডা. তৌফিকুল ইসলাম হেলাল, ডা. ইয়াহিয়া ফারুক টনি। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক সাইফ জামান আনন্দ সহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …