মঙ্গলবার ঃঃ ১৩.০৬.২০১৭
প্রয়াত এক পুলিশ সদস্যের সন্তানকে চিকিৎসা সহায়তা ও কর্মকর্তাসহ ২৩ পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়েছে। আজ পুলিশ সুপারের সমম্মেলন কক্ষে, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম এই তুলে দেন। গোমস্তাপুর উপজেলার কাশিপুর গ্রামের প্রয়াত অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সৈয়দ হূমায়ন রেজার ছেলে সৈয়দ লিপন রেজাকে তার চিকিৎসার জন্য নগদ ৫১ হাজার টাকা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিঞা, সহকারী পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, সদর, শিবগঞ্জ, নাচোল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ২৩ পুলিশ সদস্যকে পুরস্কার হিসাবে নগদ টাকা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, গত এপ্রিল মাসে গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ পুলিশের অন্যান্য কাজে বিশেষ অবদান রাখায় এই পুরস্কার প্রদান করা হয়।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …