চাঁপাইনবাবগঞ্জে ২য় বিভাগ ফুটবল লীগে আলীনগর ক্লাবের জয়।

সোমবার ঃঃ ২৬.১২.২০১৬
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতার আজকের খেলায় জয় পেয়েছে আলীনগর ক্লাব। তারা ৬-৪ গোলে পাইওনিয়র ক্রিকেট দল কে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে সুলাইমান ৪টি, শালেক ২টি এবং বিজিত দলের পক্ষে নয়ন ৩টি ও নাইম ১টি করে গোল করে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে মান্না স্মৃতি সংঘ ও মুনলাইট স্পোর্টিং ক্লাব।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …