মঙ্গলবার:: ২০.১২.২০১৬
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর আজকের খেলায় জয় পেয়েছে সোনালী অতীত ক্লাব। তারা ৪-৩ গোলে মান্নান স্মৃতি সংঘ কে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে মামুন, শুভ, রেজা ও মুরশেদুল এবং বিজীত দলের পক্ষে শনি, শরিফুল ও রাহাত ১টি গোল করে।