চাঁপাইনবাবগঞ্জে ২য় বিভাগ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন।

বৃহস্পতিবার ঃঃ ২৭.০৪.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ২য় বিভাগ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে লীগের শুভ উদ্বোধন করেন, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমী। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও লীগ কমিটির সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, যুগ্ম সম্পাদক আজমাল হোসেনসহ অন্যান্যরা। উদ্বোধনী খেলায় পাইওনিয়র ক্রিকেট দল ৬০ রানে জয়েন্ট ব্রাদার্স ক্লাবকে পরাজিত করে। এবারের লীগে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। আগামীকালের খেলায় অংশগ্রহণ নিবে আলীনগর জনকল্যাণ সংঘ ও চাঁপাইনবাবগঞ্জ ইয়ুথ ক্লাব।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …