শুক্রবার :: ২৩.০৩.২০১৮
সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের ছয়রশিয়া গ্রামে আজ ভোররাতে অভিযান চালিয়ে ১৪ জূয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বিকেলে তাঁদের ভ্রাম্যামান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড করেন। দন্ডিত ৭ জনের বাড়ি ওই গ্রামে, ৬ জনের বাড়ী পাশের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরদেবীনগর গ্রামে ও ১ জনের বাড়ী গোদাগাড়ী উপজেলায়। সদর থানার পরিদর্শক অপারেশন ইদ্রিস আলী জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১৪ জনকে ছয়রশিয়া গ্রামের একটি বাড়িতে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে বঙ্গীয় জুয়া আইনে অর্থদন্ডে দন্ডিত করেন।