চাঁপাইনবাবগঞ্জে ১০৭ শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ৬ হাজার ৪২৩ শিক্ষার্থী পাবে উপবৃত্তি ।

শুক্রবার ঃঃ ০৯.০৬.২০১৭
শিক্ষা নিয়ে গড়ব দেশ ,শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যে প্রকল্পভুক্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগন, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগনের সাথে উপবৃত্তি বিতরন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান এর সভাপতিতে,¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক যুগ্ম সচিব, উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের শ্যামা প্রসাদ বেপারী বলেন চাঁপাইনবাবঞ্জ জেলার মোট ১০৭টি কলেজ ও মাদ্রাসায় একাদশ ও দ¦াদশ শ্রেনীতে ৬ হাজার ৪শ ২৩জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হবে। এই সময় উপস্থিত বিশেষ অতিথি ছিলেন জেলা প্রসাশক মাহমুদুল হাসান উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের উপ পরিচালক সাইফুল ইসলাম , শাহনেয়ামতুলাøাহ কলেজের অধক্ষ্য আনোয়ারূল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাসহ সাংবাদিকবৃন্দ ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …