বুধবার ঃঃ ১৫.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর আজকের খেলায় জয় পেয়েছে নবাবগঞ্জ ক্রিকেট ক্লাব। তারা ২৬০ রানে নামোশংকরবাটী উত্তরণ ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে এনসিসি ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩শ’ ৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহেল ১শ’ ৫০ ও হিমেল ৪৪ রান করে। ৩শ’ ৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নামোশংকরবাটী উত্তরণ ক্রীড়া চক্র ৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাহিম ১৪ ও জুবায়ের ১১ রান করে। এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ সুজন।