বুধবার ঃঃ ০৮.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা আজকের খেলায় জয় পেয়েছে কানসাট ক্লাব। তারা ১৬৫ রানে রহনপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কানসাট ক্লাব ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে তোহরুল ৭৮, সুমন ৩৫ রান করে। ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রহনপুর ক্রিকেট ক্লাব ২৭ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০০ রান করে। দলের পক্ষে ডিকেন ২৬, পলাশ নট আউট ২০ রান করে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে আলীনগর ক্লাব ও নামোশংকরবাটী ক্লাব উত্তরণ চক্র।