শনিবার ঃঃ ২৮.০১.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম বিভাগ ভলিবল লীগ প্রতিযোগিতার ফাইনাল খেলায় নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে জেলা খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লীগে সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে বিজয়ী দলের তৌকির। সমাপনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান ও আজমাল হোসেন, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য ও লীগ কমিটির সম্পাদক হুমায়ন কবির লুকুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।