রবিবার ঃঃ ১৫.০১.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম বিভাগ ভলিবল লীগ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের উপস্থাপনায় এবং ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইকবাল মনোয়ার খান চান্নার সভাপতিত্বে, আজ বিকেলে লীগ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করে, অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি। এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক আজমাল হোসেন, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য ও লীগ কমিটির সম্পাদক হুমায়ন কবির লুকুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধনী খেলায় রামচন্দ্রপুর সেবা সংঘ ২-০ সেটে নবারুণ সংঘকে পরাজিত করে লীগের শুভ সূচনা করে।