বুধবার :: ০৫.০৪.১৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর আজকের খেলায় জয় পেয়েছে রহনপুর মুক্তমহাদল। তারা ৫১ রানে বন্ধন ক্রীড়াঙ্গন কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রহমনপুর মুক্তমহাদল ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২শ’৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুহিন ১শ’ ৪, নিপু ৩১ রান করে। বন্ধন ক্রীড়াঙ্গনের বোলার হিরো ১০ ওভার ৪২ রানে ৩টি ও ওয়ালিদ ১০ ওভার ৩৯ রানে ২টি উইকেট লাভ করে। ২শ’ ৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বন্ধন ক্রীড়াঙ্গন ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২শ’ ১২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তানভীর ৪৫, ইমন ৩৮ রান করে। রহনপুর মুক্তমহাদলের বোলার ডাবলু ১০ ওভার ৪২ রানে ৩টি, ইউসুফ ৭ ওভার ২৫ রানে ২টি উইকেট লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ তুহিন। আগামিকালের খেলায় অংশগ্রহণ করবে সবুজ সংঘ ও রংধনু বহুমুখী সমাজ কল্যাণ প্রতিষ্ঠান।