বুধবার ঃঃ ২৯.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতার আজকের খেলায় জয় পেয়েছে এনসিসি। তারা ৬ উইকেটে রহনপুর মুক্তমহাদলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রহনপুর মুক্ত মহাদল ৪৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১শ’ ২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহাগ ৩০ ও আরাফাত ১৫ রান করে। ১শ’ ২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এনসিসি ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়লাভ করে। দলের পক্ষে সোহেল ৪৮ ও জাবির ১৫ রান করে।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …