৭ আগস্ট ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই আইনে অপর ধারায় ৫ বছর সশ্রম কারাদ-, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। দ-প্রাপ্ত নারী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার তরিকুল ইসলামের স্ত্রী গেলো বানু ওরফে গেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ আগস্ট রামকৃষ্টপুর মহল্লায় তরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ ৫০ পুরিয়ায় ৩০ গ্রাম হেরোইন ও ১০ গ্রাম ওজনের ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গেলো বানুকে আটক করে সদর থানা পুলিশ। ওইদিনই সদর থানার এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ দুপুরে আসামীর উপস্থিতিতে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এই দ- প্রদান করেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …