চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় সায়েম আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বিকেল সাড়ে ৪ টায় সিনিয়র দায়রা জজ আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত সায়েম শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের নতুন উনিশবিঘী গ্রামের আব্দুল মালেকের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় শাহরিয়ার কামাল ওরফে ডালিমকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রাষ্টপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান ,২০২০ সালের ১৮ ডিসেম্বর শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের একটি হলুদ ক্ষেতে অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল। নিজস্ব গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২ কেজি ৮৫২ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন সায়েম। এ সময় তার সহযোগী ডালিম পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ১৯ ডিসেম্বও বিজিবি’র নায়েব সুবেদার রেনু মিয়া দু’জনকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মো: নুরুন্নবী ২০২১ সালের ২৮ জানুয়ারী দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top