চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ২ জন।

বুধবার ঃঃ ২১.০৬.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়বাহান মহল্লা থেকে হেরোইন ও ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃতরা হল- চাদলাই জোড়পাড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম ও শফিকুল ইসলাম ওরফে সুফলের ছেলে মশিবুর রহমান। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, তাঁর নেতৃত্বে এসআই গোলাম রসুল ও এসআই আব্দুস সবুর খানসহ ডিবি পুলিশের একটি দল গত রাতে শহরের শান্তির মোড় এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করলে নিজ বাড়ি থেকে ৪২ পুরিয়া হোরোইনসহ জুলেখা বেগমকে ও ২১ পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে মশিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, গতরাতে চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের পদ্মা নদীর পাড় থেকে ১ হাজার ৩শ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে এঘটনায় কেউ আটক হয়নি। ৯’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক হাফিজুর রহমানের নেতৃত্বে ঐ এলাকায় অভিযান চালালে ঐসব ফেন্সিডিল উদ্ধার করে। এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে বলে জানায় বিজিবি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …