মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ আসামিকে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের হাদিসুল ইসলামের ছেলে শফিউল ইসলাম। সরকার পক্ষের কৌশুলি অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ২৬ মে সকালে সেনা সদস্য শহিদুল ইসলামকে পারিবারিক বিরোধের জের ধরে বাড়ির ছাদে কুপিয়ে হত্যা করেন। লাশ ফেলে বাড়ি সংলগ্ন একটি গাছ বেয়ে পালিয়ে যায় শফিউল। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন জান্নাত বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক এসআই সাইফুল আলম ওই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত আজ এই মামলার রায় ঘোষণা করেন। সে সময় শহীদুল ইসলাম সেনা বাহিনীর কর্পোরাল পদে বগুড়ায় কর্মরত ছিলেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …