রবিবার :: ১৮.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে আজ সকালে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্র হচ্ছে, সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামেকর এমরান আলীর ছেলে জুবাইর। সে মহিপুর নূরানী মাদ্রাসার ছাত্র ছিল। গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু জানান, জুবাইর বাড়ি থেকে মাদ্রাসা আসছিল। সকাল ৭টার দিকে সে মহিপুর পৌঁছালে একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।