চাঁপাইনবাবগঞ্জে স্বাধীন সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত।

বৃহস্পতিবার ঃঃ ১৮.০৫.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে স্বাধীন সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সাহিত্য চর্চার মাধ্যমে দেশ ও মানুষকে ভালোবাসা আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীন সাহিত্য পরিষদের সভাপতি ও মুক্তিযোদ্বা মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিতে,¡ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজের অধক্ষ্য আনোয়ারুল ইসলাম। স্বাধীন সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক এনামুল হক তুফানের সঞ্চালনায়, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও স্বাধীন সাহিত্য পরিষদের উপদেষ্টা আজিজুর রহমান, এবং শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক ও স্বাধীন সাহিত্য পরিষদের সহসম্পাদক নওসাবাহ নওরীন নেহা। আলোচনা সভা শেষে রবীন্দ্র ও নজরুল সংগীতের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …