চাঁপাইনবাবগঞ্জে স্কাউট সদস্যদের প্রতিভা অন্বেষণ

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট সদস্যদের প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস কার্যালয়ে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পল্লীগীতি, লোকোগীতি, দেশাত্বাবোধক গান, নাচ, উপস্থাপনাসহ বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলা পর্যায়ের প্রতিযোগিরা। দুপুরে প্রতিযোগিতার বিজয়ীদরে পুরস্কার হিসেবে বই দেয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের প্রতিনিধি নেসার আহমেদ, নামোশংকরবাটী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, সাধারণ সম্পাদক গোলাম রশিদ, উপজেলা কাব লিডার রকিব উদ্দিন আহমেদ। জেলা পর্যায়ের বিজয়ীরা রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top