রবিবার :: ২৪.১১.২০১৯।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সমাজসেবা কার্যালয় পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) ও পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস) এর আওতায় এই ঋণ বিতরণ করে। আজ বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার সহ বিপুল সংখ্যক নারী। অনুষ্ঠানে উপকারভোগি ৫৬ জনের মাঝে সাড়ে ১২ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।