চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

‘গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
সকাল ১০টায় বিভিন্ন বৃক্ষের চারা হাতে নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, মনামিনা কৃষি খামারের স্বত্বাধিকারী মতিউর রহমান। সূচনা বক্তব্য দেন- জেলার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মেহেদীজ্জামান।
বক্তারা জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগিয়ে তা পরিচর্যার আহ্বান জানান।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কোন বক্তা তার বক্তব্যে কি বলেছিলেন, তা সঠিকভাবে বলতে পারার জন্য ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
মেলায় সরকারি ও বেসরকারিসহ ২৫টি স্টলে বিভিন্ন ধরনের বৃক্ষের চারাসহ কৃষিপণ্য প্রদর্শন করা হচ্ছে।
পরে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও নাচোল উপজেলা ভূমি অফিসকে বনায়নের জন্য চেক এবং চারা প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top