শনিবার :: ০৭.০৪.২০১৮
চাঁপাইনবাবগঞ্জে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় জেলা সঞ্চয় অফিস/ব্যুরো আয়োজিত র্যালিটি জেলা প্রশাসকের চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নাম ফলকের পাদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এবং সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক ওয়াসিম আহমেদ। এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন পাটওয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।