শুক্রবার::২৫-০৮-২০১৭
চাঁপাইনবাবগঞ্জে সঙ্গীত চর্চা বিষয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা শহরের ফুড অফিস মোড়ে মহানন্দা সঙ্গীত নিকেতনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ভারত থেকে আসা বিসারদ ঝুমুর চ্যাটার্জী, বিশিষ্ট ড্রাম বাদক প্রদীপ সরকার ও বিশিষ্ট তবলা বাদক রজত চ্যাটার্জী। এ সময় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, মহানন্দা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এ.কাশেম অনু, সঙ্গীত শিল্পী অনন্যা ইয়াসমিন অঙ্কন, অয়নসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ১১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।