সোমবার:: ১৪.০৮.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে লীলাপুরষোত্তম শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের শিবতলা কর্মকার পাড়া শ্রীশ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্্যাপন কমিটির উদ্যোগে এক আলোচনাসভার আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহিত কুমার দাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সহযোগী অধ্যাপক ড. শঙ্কর কুমার কুন্ডু, অধ্যাপক কনক রঞ্জন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শ্রী বাবুল কুমার ঘোষসহ অন্যান্যরা। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে দূর্গা মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হুজরাপুর রাধাগবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। শো ভাযাত্রায় শ্রী কৃষ্ণ, রাধা-কৃষ্ণ, কংসরাজা, ঘোড়ার গাড়িতে রাধা-কৃষ্ণ সেজে অংশগ্রহন করে শত শত ভক্ত। এছাড়া বিভিন্ন মন্ডপে আলোচনা, প্রসাদ বিতরণ, পূজা-অর্চনা ও ভক্তদের মাঝে প্রসাদ এবং অন্ন বিতরন করা হয়।
এদিকে, নাচোলে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টার দিকে নাচোল কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে একটি র্যালী পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনাসভায় মিলিত হয়। নাচোল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও নাচোল কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি আশীষ কুমার চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য রয়াল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধেন চন্দ্র বর্মন, পুজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী গোবিন্দ চন্দ্র বর্মন ও সম্পাদক শ্রী স্বপন কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির মহিলা সম্পাদক রঞ্জনা রাণীসহ অন্যান্যরা।
অন্যদিকে গোমস্তাপুরেও শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টামী পালিত হয়। এ উপলক্ষে আজ সকালে একটি শোভাযাত্রা রহনপুর মহন্ত এস্টেট থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মহন্ত শ্রী ক্ষিতিস চন্দ্র আচারী, সহসভাপতি শ্রী গৌতম রায়, সাধারণ সম্পাদক শ্রী ডলার কুমার শাহ, অবসর প্রাপ্ত অধ্যাপক শ্রী বিজয় কুমার পালসহ অন্যান্যরা।