
চাঁপাইনবাবগঞ্জে ২১ দিনব্যাপী অস্ত্রসহ আনসার ভিডিপি পুরুষদের ৩য় ধাপের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টায় জেলাশহরের বেলেপুকুরস্থ আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের হলরুমে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। জেলা কমান্ড্যান্ট হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণের অভিজ্ঞতা ব্যক্ত করে সূচনা বক্তব্য দেন প্রশিক্ষণার্থী সাহেব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর সার্কেলের সুফিয়া বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন, ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষক (এপিসি) নুরুল ইসলাম, সহকারী প্রশিক্ষক ল্যান্স নায়েক আব্দুল খালেকসহ অন্যরা। পরে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করায় প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। প্রশিক্ষণে আব্দুল আজিজ নামের একজন ১ম স্থান অধিকার করেন।