রবিবার :: ২৯.১২.২০১৯।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৪৯তম শীতকালীন বাংলাদেশ স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরী প্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হাসিনুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।