
শিবগঞ্জ উপজেলার সরকারের মোড় এলাকার ১১ বছরের এক শিশুসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদের মধ্যে একজনের বাড়ি বাতেন খাঁর মোড়, একজনের হাজারবিঘি, একজনের বারঘরিয়া, একজনের ছত্রাজিতপুর, একজনের শিবতলা, একজনের চুনাখালি। এরা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন। এছাড়া একজনের তারাপুর, একজনের কিরণগঞ্জ, একজনের বাড়ি সাহাপাড়া ও একজনের দশরশিয়া গ্রামে। এরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলায় ৫ শিশুসহ ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৩৩ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১১ জন পুরুষ ও ৮ নারীসহ ১৯ জন, শিবগঞ্জে ৬ নারী ও ৮ জন পুরুষসহ ১৪ জন রোগী ভর্তি অছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনকে রাজশাহী মেডিকেল কলজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৭ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৬০৪ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪৫৪ জন পুরুষ এবং ১৫০ জন নারী রয়েছেন।
আজ সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।